স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাতক্ষীরায় বিগত দিনে এমপিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ লুটপাট করেছে। ১০ হাজার টাকা বেতনের চাকরিতে ঢুকতে গিয়ে ১৫ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। এতদিন দেশে লুটপাট হয়েছে কিন্তু কেউ মুখ খুলতে পারেনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেটা বাস্তবায়ন করেছেন এদেশের ছাত্র—জনতা। ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন গোটা জাতিকে। এদেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠন। সকলকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে এগিয়ে নিতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী আলাউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিসতি, আক্তারুল ইসলাম, ডঃ মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর রহমান তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান, সাবেক সদস্য সচিব আলমগীর কবির, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, কলারোয়া বিএনপি নেতা আব্দুল কাদের, পৌর বিএনপি’র নেতা শের আলী, মাসুম বিল্লাহ শাহিন,প্রমূখ। এছাড়া জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।