খুলনা প্রতিনিধি \ গতকাল খুলনা মেট্রোপলিটন আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ দুই চোরকে হাতেনাতে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো ১) মিলন (৩৩), পিতা—মৃত: মান্দার মন্ডল, সাং—তারনিবাস, থানা—চৌগাছা, জেলা— যশোর এবং ২) মাকসুদ (৩০), পিতা—আইয়ুব আলী, সাং—কালীতলা, থানা—আড়ংঘাটা তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি শ্যালো মেশিন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানায় চুরি মামলা হইয়াছে। আসামীদের মামলায় গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হইয়াছে তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।