খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সোনাডাঙ্গাস্থ প্রশাসনিক ভবন মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান মোহা. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ আজিজুল হক, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোঃ রউফ বিশ্বাস, রেজিস্ট্রার প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, সিনিয়র সহকারী রেজিস্ট্রার ড. শাহিদা খানম, সহকারী রেজিস্ট্রার ও সহকারী জনসংযোগ পরিচালক মিনা অছিকুর রহমান দোলন, শিক্ষার্থী, শিক্ষক—কর্মকর্তাবৃন্দ।—প্রেস বিজ্ঞপ্তি