রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

নলতায় যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগরে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। ১৪ মার্চ শুক্রবার দুপুরে ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেফতার করার পর ওইদিন রাত ৮টায় অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে ইন্দ্রনগর গ্রামে অমিতের শয়নকক্ষ থেকে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার করে। পরদিন ১৫ মার্চ শনিবার দুপুরে আসামি অমিতের দেয়া তথ্যানুযায়ী দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ—পরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং—৮, তারিখ: ১৪/০৩/২৫ খ্রি.।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com