মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আশিক সাতক্ষীরা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ আছিয়া হত্যার প্রতিবাদে মহিলা জামায়াতের মানববন্ধন আশাশুনি পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে করণীয়তা নিয়ে কর্মশালা আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানা পুলিশের বিশেষ মহড়া কয়রায় হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় বিএনপির মতবিনিময় সভা তালায় চাঞ্চল্যকর শিক্ষক বিপ্লব হত্যাকান্ড এমপি, এসপি, দু’ওসিসহ আসামিদের এজাহার গ্রহণের নির্দেশ নূরনগরে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

বগুড়ায় ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এফএনএস: বগুড়ার শেরপুরে গতকাল সোমবার সকালে উপজেলার রাজাপুর এলাকায় ঢাকার—রংপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত তাদের এক বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে এ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হলো। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম এসব তথ্য দিয়েছেন। নিহতরা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আবদুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও একই এলাকার সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা—নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় সরকার (২০)। গুরুতর আহত একই এলাকার শাহিন সরকারের ছেলে মোটরসাইকেল চালক সাগর ইসলামকে (১৮) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুভ, হৃদয় ও সাগর নতুন ভোটার হতে ছবি তোলার জন্য গতকাল সোমবার সকালে মোটরসাইকেলে মির্জাপুর ইউনিয়ন পরিষদে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে রাজাপুর এলাকায় মহাসড়কে পেঁৗছলে বগুড়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শুভ ও হৃদয় মারা যান। গুরুতর আহত সাগরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শেরপুর থানায় দুর্ঘটনাজনিত অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে গত ১৪ মার্চ সকাল ৯টার দিকে বগুড়ার শেরপুরের ছোনকা এলাকায় ঢাকা—রংপুর মহাসড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় শাহজাদা খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। ছোনকা এলাকায় নাবিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোডাকশন ম্যানেজার ছিলেন শাহজাদা। এর আগে, গত ১২ মার্চ সন্ধ্যায় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় ঢাকা—রংপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু। এদের একজন ঘটনাস্থলে ও অপর দুজন বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতরা হলেন— শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)। পরদিন বাদ জোহর গ্রামে একসঙ্গে তিন বন্ধুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তিন জনকে একই কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com