কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ মার্চ) সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার—দে, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব মারুফ হাসান সহগন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে বেলা ১০টায় ডাকবাংলা মোড় বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে সোহরাওয়ার্দী পার্কের বিজয়স্তম্ভে পুস্পমাল্য অপর্ণ, শহীদ মুক্তিযোদ্ধা ইউনূসের মাজার জিয়ারত, উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।