বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নূরনগর ইউনিয়ন পরিষদের সামনে অত্র পরিষদের তত্ত্বাবধানে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ব্যক্তি/ পরিবারের মাঝে পবিত্র ঈদ—উল ফিতর—২০২৫ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বরাদ্দকৃত মাথাপিছু ১০ কেজি হারে চাউল বিতরণ করা হয়। অত্র ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে পূর্ব থেকে নির্ধারণকৃত ৮৯৯ জন কার্ডধারীদের মাঝে এই চাউল বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা। সকাল থেকে ইউনিয়ন গ্রাম পুলিশের সহযোগিতায় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী পুরুষদের শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে চাউল গ্রহণ করতে দেখা যায়। ইউনিয়নের সকল হতদরিদ্র অসহায় পরিবারের মানুষের আগত ঈদ উল ফিতর উপলক্ষে এই চাউল সামান্যতম হলেও উপকারে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাউল বিতরণ কালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন (মন্টু) দৈনিক দৃষ্টিপাতকে বলেন, গরিব অসহায় মানুষের হক যাতে কোন প্রকার ক্ষুন্ন না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে সঠিক ভাবে চাউল বিতরণ করছি। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাউল থাকায় কোন প্রকার বস্তা না খুলে পাঁচজন কার্ডধারীর মাঝে ১বস্তা চাউল বিতরণ করছি। এ সময় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টু এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আত্বাবুজ্জ্মান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর রহমার, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য/সদস্যা বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।