শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

পিএসএল খেলার জন্য এনওসি চেয়েছেন নাহিদ—রিশাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দ্রুতগতির বোলার নাহিদ রানা। লাহোর কালান্দার্স ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এছাড়া বাংলাদেশের উইকেটরক্ষক—ব্যাটার লিটন দাসকে দলে ভিড়িয়েছে পিএসএলের আরেক দল করাচি কিংস। বিদেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছে এনওসি চেয়েছেন এই দুই ক্রিকেটার। এ তথ্য জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তবে সামনেই যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ, সে কারণে এই দুই ক্রিকেটারকে অনাপত্তি পত্র দেয়া হবে কি না— তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, নাহিদ রানার পিএসএলেই খেলা উচিৎ এবং বিসিবির উচিৎ তাদেরকে অনাপত্তি পত্র দেয়া। এনওসি চেয়ে বিসিবিতে আবেদন করার পর গত সোমবার নাহিদ রানা বলেন, ‘আপনারা জানেন, আমি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছি। এ জন্য বিসিবির কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছি। বোর্ড ছাড়পত্র দিলে পিএসএলে খেলতে যাব।’ তবে এ নিয়ে বিসিবির সিদ্ধান্ত নির্ভর করছে নির্বাচকদের ওপর। শাহরিয়ার নাফীস জানিয়েছেন, নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে অনাপত্তি পত্র দেবে কি না, বিসিবিরি সে সিদ্ধান্ত নির্বাচকদের মতামতের ওপর। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এ নিয়ে নির্বাচকদের মতামত চাইবেন। তারা যদি অনাপত্তিপত্র দিতে বলেন, তাহলে দিয়ে দেবেন। নাহিদ রানাদের এনওসির বিষয়ে গত সোমবার মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্ব নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com