শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

আইপিএলের প্রথমবারের মতো খেলবেন আদিবাসী ক্রিকেটার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন রিক্রুট রবিন মিনজ আইপিএল শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার রবিন। ঝারখণ্ডের এই তরুণ উইকেটকিপার ব্যাটারকে আইপিএল মেগা অকশন থেকে ৬৫ লাখ রুপিতে দলে নিয়েছে মুম্বাই। নেট সেশনগুলিতে তার শক্তিশালী ব্যাটিং এবং অসাধারণ শট সিলেকশন বেশ নজর কেড়েছে। মিনজের ব্যাটিং স্টাইলে এমএস ধোনির সঙ্গে মিল রয়েছে। তিনি মিডউইকেট এবং লং—অনে শট খেলেন। তার স্ট্রোকগুলোও বেশ নিখুঁত। একারণেই তাকে আইপিএল ২০২৫ এর অন্যতম প্রতিভাধর তরুন ক্রিকেটার বলে মনে করা হচ্ছে। মিনজ ২০২৪ সালে গুজরাট টাইটানসের হয়ে ৩.৬ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। কিন্তু একটি বাইক দুর্ঘটনার কারণে তিনি সেবার আইপিএল খেলার সুযোগ পাননি। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার হিসেবে তিনি আইপিএল খেলতে প্রস্তুত। যদিও তার ডমেস্টিক টি—টোয়েন্টি অভিজ্ঞতা সীমিত, তবে নেট সেশনে তার ব্যাটিং তাকে দলটির জন্য একটি শক্তিশালী সম্ভাবনা বানিয়ে তুলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রায়ান রিকেলটন এবং কৃষ্ণন সৃজিতের মতো আরও উইকেটকিপিং অপশন থাকলেও, মিনজ তার হিটিং দক্ষতার জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যেখানে তিনি ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। ২৩ মার্চ চেন্নাইতে আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এই ম্যাচটি রবিন মিনজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি মাঠে নামলে তার আইডল এমএস ধোনির বিপক্ষে খেলার সুযোগ পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com