আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য বাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম। দীপ্তি রায়ের সঞ্চালনায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দের উপস্থিতে প্রকল্পের কার্যক্রম ও কমিটির ৩ মাসের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কমিটির সদস্যদের দায়িত্ব এবং সারভাইভারদের সুরক্ষার জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, বড়দল ইউপির প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।