এফএনএস: সাভারে শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার ডগড়মোড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোরা এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রঙয়ের কাজ করতেন। পুলিশ জানায়, রাতে শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেন ৬/৭ জন যুবক। পরে তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় তাদের ভেতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে তাকে ফেলে রেখে ওই যুবকরা পালিয়ে যান। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যান তার বন্ধুরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।