বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

জাতীয় পার্টির ইফতারে হামলার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস: আবারও জাতীয় পার্টির ইফতারে বিএনপির অনুসারীদের হামলা করার অভিযোগ এসেছে। দলটির পক্ষ থেকে বলা হয়, গতকাল বুধবার রাজধানীর কাফরুলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার আয়োজনে স্থানীয় বিএনপি ও যুবদলের অনুসারীরা হামলা করে। এসময় সেখানে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন। পরে এক ভিডিও বার্তায় জিএম কাদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে বর্ণনার অতীত। আমরা জীবদ্দশায় শুনিনি, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। কারও কোনও ধরনের নিশ্চয়তা নাই। মানুষের অসহায়ত্ব দেখে দুঃখ করা ছাড়া কোনও উপায় নাই। জানমাল, ইজ্জতের কোনও নিরাপত্তা নাই। সবাই আল্লাহর ওপর ভরসা করে বেঁচে আছে। পুলিশকে অকার্যকর করা হয়েছে। পুলিশের মনোভাব ভেঙে দেওয়া হয়েছে— বলেন জিএম কাদের। উনারা পুলিশকে কার্যকর না করে দেশটিকে আগুনের মধ্যে ঠেলে দিছেন। আমরা কেউ সেফ (নিরাপদ) না। উনারা যেহেতু পারছেন না, উনাদের ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিৎ— বলেন কাদের। অন্য কেউ হলে দেশ রক্ষা পাবে বলে জানান জাপা চেয়ারম্যান। ‘এখানে নির্বাচনের নামে প্রহসন হবে’, বলে দাবি করেন জিএম কাদের। তারা বৈষম্য করছেন বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে সঠিক নির্বাচন হবে না— বলেন জিএম কাদের। যারা সংস্কারের কাজে আছেন তারা লেখাপড়ায় ভালো। কিন্তু বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনও ধারণা নেই— বলে মনে করেন জিএম কাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com