আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃ্ষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, যুব উন্নয়ন অধিদপ্ত সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জীত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব। বিশেষ অতিথির আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রামীম হোসেন ও গীতা থেকে পাঠ করেন চন্দ্রা রানী।