মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের আয়োজনে দুই দিন ব্যাপী বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে মুন্সীগঞ্জ লিডার কার্যলয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। তিনি বনজীবীদের উদ্দেশ্যে করে বলেন সুন্দরবনের সকল সম্পদ সংগ্রহ করতে হবে নিয়ম মেনে। টেকসই ভাবে মধু সংগ্রহের কথা বলেন। প্রকৃতিকে সংরক্ষণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। সমাপনীতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সাংবাদিক রনজিৎ বর্মন। মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ওসি ফরেষ্টার নির্মল মন্ডলের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সহকারী সমন্বয়কারী আবু জাফর। জার্মান করপোরেশন ও কেএফডাবলুর আর্থিক সহায়তায় প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেয়ার ভাইটাল হেবিটেট ইন দ্যা সুন্দরবন ডেল্টা থ্ররু এনগেজিং দ্যা লোকাল কমিউনিটিজ প্রকল্পের আওতায় ১৯ ও ২০ মার্চ দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক ,প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।