শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

সাতক্ষীরার ঈদ বাজার জমজমাট \ বিপনী বিতান গুলো সেজেছে রং বেরং এ সব স্রোত মিশেছে ঈদ কেনাকাটায় \ চলছে গভীর রাত পর্যন্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দৃষ্টিপাত রিপোর্ট \ এগিয় আসছে পবিত্র ঈদুল ফিতর। অতি দ্রুততার সাথে সময় এবং দিন অতিবাহিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর অপেক্ষার ঈদ সন্নিকটে। ঈদ প্রস্তুতি চলছে জোরেসোরেই। ঈদ মানেই আনন্দ, উৎসব, উচ্ছ্বাস আর এ জন্য চলছে মহাসমারোহে প্রস্তুতি। ঈদ উৎসবেও প্রস্তুতিতে নতুন পোশাকের বিকল্প নেই। ঈদের দিনে নতুন পোশাক পরার আনন্দ কেবল শিশু কিশোরদেরকে স্পর্শ করে তা নয় বড়দেরও বিশেষ সখের ক্ষেত্র হিসেবে বিবেচিত। সাতক্ষীরার বাস্তবতায় ঈদ কেনাকাটা জমে উঠেছে। শহরের বিপনী বিতানগুলো কোন কোনটি আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। বিপনী বিতানগুলোর সামনে বড় বড় গেট এবং আলোঝলমলে পরিবেশের সৃষ্টি করেছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বিপনী বিতানগুলোরও প্রস্তুতির শেষ নেই। শহরের বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপস্তিতি বেড়েছে ব্যাপক। এ প্রতিনিধি সাতক্ষীরা শহরের বিভিন্ন বিপনী বিতান, মার্কেটসহ ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে গত দুই তিন দিন যাবৎ বেঁচাকেনা বেড়েছে। বিপনী বিতান গুলোতে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শহরের সড়ক গুলোতে ক্রেতাদের উপস্থিতির কারণে যানজট লেগেই আছে। বিক্রেতা বলছেন বেঁচাকেনা ভালই পক্ষান্তরে ক্রেতাদের সাথে কথা বলে যে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে তা হলো নতুন পোশাকের লাগামহীন মূল্য বৃদ্ধি। গত বছরের তুলনায় এ বছর নতুন পোশাকের মূল্য অনেক বেশী আর এ কারণে অধিকাংশ বিপনী বিতানগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দরকষাকসি। এক দামের বিপনী বিতান গুলোতেও দরকষাকসির চিত্র এ প্রতিনিধির সম্মুখে দৃশ্যমান হয়েছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের ব্যাপক উপস্থিতি এবারের ঈদ কেনাকাটা বাজারে। গত কয়েকদিন যাবৎ শহরের বাজার মোড়, খুলনা রোড এবং নিউমার্কেট মোড়গুলোতে যাত্রীবাহী বাসগুলো হতে হুড় হুড় করে যাত্রী নামছে এবং তাদের লক্ষস্থল বিপনী বিতানসহ ঈদ কেনাকাটা। শহরের বাইরে হতে বিশেষ করে শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা কলারোয়া, তালা, পাটকেলঘাটা এলাকায় ক্রেতারা যাত্রীবাহী বাসের পাশাপাশি মহেন্দ্র, ইজিবাইক, মাইক্রো চেপে শহরে আসছে ঈদ কেনাকাটায়। সাতক্ষীরা শহরের ঈদ কেনাকাটায় নতুন পোশাকের পাশাপাশি মহিলাদের বিভিন্ন ধরনের প্রসাধনীর বাজার জমজমাট। শহরের পরিচিত প্রসাধনী বিতানগুলোর পাশাপাশি উলে­খযোগ্য সংখ্যক ভ্রাম্যমান ও অস্থায়ী প্রসাধনী বিক্রি বিতান লক্ষ্য করা যাচ্ছে এবং অস্থায়ী ও ভ্রাম্যমান প্রসাধনী বিতানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্যনীয়। শহরের সব স্রোত মিশেছে কেনা কাটায়। বড় বড় শপিংমল, বিপনী বিতানের পাশাপাশি ফুটপথের ট্যং দোকান গুলোতেও বিক্রি বেড়েছে। শহরের থানা সড়কে প্রবেশই দুরহ। শহ সহস্র মানুষের উপস্থিতি থানা সড়কটিতে ইতিমধ্যে যানচলাচল বন্ধ করেছে ক্রেতারা হেঁটেই উক্ত সড়কে ঈদ কেনাকাটা করছে। দৃশ্যত: থানা সড়কেই সর্বাধিক ভীড় এবং উক্ত সড়কের বিপনী বিতান গুলোতে ব্যাপক বেঁচাকেনা হচ্ছে। তৈরী পোশাক, নতুন পোশাক, শাড়ী, পাঞ্জাবী, থ্রি পিচের ব্যাপক বিক্রি, প্রসাধনীর পাশাপাশি নতুন জুতার বাজারও বেশ চাঙ্গা। শিশু কিশোরদের খেলনা বাজার, ইলেকট্রনিক্স বাজারেও ক্রেতাদের উপস্থিতির শেষ নেই। ঈদ কেনাকাটায় সোনা গহনার বাজারের ঢেউ লেগেছে। ঈদ উপলক্ষ্যে সব বাজারে ফুরফুরে সতেজতা সৃষ্টি হয়েছে। শহরের পাশাপাশি উপজেলার মফস্বল বাজারগুলোতেও ঈদ কেনাকাটার স্রোত বইছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com