দেবহাটা অফিস \ দেবহাটা ইছামতি নদীর সীমান্ত পারের ভাংগন কবলিত কোমরপুর ভেঁড়িবাঁধ সংলগ্ন এলাকা হতে বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলেন দেবহাটা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। গতকাল পারুলিয়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন সীমান্ত পারের ভাংগন কবলিত মন্ডল পাড়ায় বাঁধ সংলগ্ন এলাকায় লাল পতাকা উত্তোলন করেছে। গতকাল উক্ত এলাকা হতে স্তুপকরা বালু উত্তোলনের খবর দৈনিক দৃষ্টিপাতে প্রকাশিত হয় একই প্রতিবেদনে ভাংগনের মুখে থাকা কোমরপুর গ্রামবাসির উদ্বেগ উৎকণ্ঠার খবর প্রকাশ পায়। উল্লেখ্য কোমরপুর গ্রাম গত কয়েক দশক যাবৎ অবিরাম ভেঙ্গেই চলেছে। গ্রামবাসির দাবী গ্রামটি রক্ষায় মেগা প্রকল্প গ্রহণ করার। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কতৃর্ক ভাংগন রোধে প্রকল্প চলমান। ব্লক তৈরীর কাজ চলছে। অতি দ্রুততম সময়ের মধ্যে ভাংগনরোধে ব্লক ফেলানো হবে এমনটি জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান।