দেবহাটা অফিস \ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সচিব ডা: দীলিপ কুমার ঘোষ দেবহাটার গাজির হাট প্রণব মঠ ও গাজিরহাট দুর্গামন্দির পরিদর্শন করলেন। গতকাল বিকালে তিনি সফরসঙ্গী সহ প্রণবমঠ ও সর্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গনে উপস্থিত হলে প্রণবমঠ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সচিব ধর্মীয় প্রতিষ্ঠান দু’টিতে দীর্ঘসময় অবস্থান করেন এবং ঘুরে ঘুরে দেখেন। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ সহ অন্যান্যরা। স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির সভাপতি শ্রী শরৎচন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক শ্রী অজয় কুমার ঘোষ, উপদেষ্টা প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, প্রণবমঠের শ্রী শ্যামল মহারাজ, পল্টু ব্যানার্জী, কল্যান ব্যানার্জী, বলরাম স্বর্ণকার, সুজিত সরকার, মধুসুদন ঘোষ, বরীন ব্যানার্জী, স্বপন পাল প্রমুখ। প্রণবমঠ ও সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনে সচিব সহ সফর সঙ্গীরা সন্তোষ প্রকাশ করেন।