সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরন সহ ২ ভাই আটক দেবহাটা জামায়াতের রুকন সম্মেলন পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই ফুলকোর্ট রেফারেন্স সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা চাম্পাফুল ২ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বিড়ালাক্ষীতে আফসানার আত্মহত্যা আটুলিয়ায় হতদরিদ্রদের মাঝে মোটর ভ্যান উপহার প্রদান অনুষ্ঠিত আনুলিয়ায় দুর্গত মানুষের মাঝে ইসলামী ছাত্রশিবিরের ত্রান সামগ্রী উপহার প্রদান আশাশুনিতে জবর দখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা

সব ধরণের ভিসা ফি বাড়নোর ঘোষণা যুক্তরাজ্যের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : প্রায় সকল ধরণের ভিসার জন্য ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আগামী এপ্রিল মাসের ৯ তারিখ থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত দর্শনার্থী ও শিক্ষার্থীসহ কর্ম ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুসারে, এটি করা হচ্ছে করদাতাদের ভর্তুকি কমানোর জন্য এবং অভিবাসন ও সীমান্ত ব্যবস্থার সম্পূর্ণ খরচ পুনরুদ্ধার করা। বেশিরভাগ ক্যাটাগরিতেই ভিসার দাম ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। বিশেষ করে বিদেশি কর্মী নিয়োগকারীদের জন্য স্পনসরশিপ ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। দক্ষ কর্মী আবেদনকারীদের স্পনসরশিপ সার্টিফিকেট (ঈড়ঝ) ফি ২৩৯ ইউরো থেকে দ্বিগুণ হয়ে ৫২৫ ইউরো হবে। এছাড়া ব্যক্তিগত কর্মী স্পনসরশিপ সার্টিফিকেট (ঈড়ঝ) এর ফি বর্তমান ২৩৯ ইউরো থেকে ১২০ শতাংশ বেড়ে ৫২৫ ইউরো হবে। একটি ছয় মাসের ভিজিট ভিসার দাম ১১৫ ইউরো থেকে বেড়ে ১২৭ ইউরো হবে। তবে দীর্ঘমেয়াদী ভিজিট ভিসাও আরও ব্যয়বহুল হয়ে উঠবে। দুই বছরের ভিজিট ভিসা ৪৩২ ইউরো থেকে বৃদ্ধি পেয়ে ৪৭৫ ইউরো হবে, পাঁচ বছরের ভিসা ৭৭১ ইউরো থেকে বৃদ্ধি পেয়ে ৮৪৮ ইউরো হবে এবং দশ বছরের ভিসা ৯৬৩ ইউরো থেকে বৃদ্ধি পেয়ে ১,০৫৯ ইউরো হবে। ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন আবেদনে প্রতি ভ্রমণকারীর জন্য ১০ ইউরো থেকে ১৬ ইউরো করা হয়েছে। অপরদিকে, ওয়ার্ক ভিসার ফিও সমন্বয় করা হচ্ছে। বিভিন্ন সময়কাল এবং আবেদনের স্থান অনুসারে দক্ষ কর্মী ভিসার ফি বৃদ্ধি পাবে। যুক্তরাজ্যের বাইরে থেকে আবেদন করলে তিন বছর পর্যন্ত বৈধ দক্ষ কর্মী ভিসার ফি ৭১৯ ইউরো থেকে বেড়ে ৭৬৯ ইউরো হবে। আর পাঁচ বছরের ভিসার ফি ১,৪২০ ইউরো থেকে বেড়ে ১,৫১৯ ইউরো হবে। দক্ষ কর্মী ভিসা যুক্তরাজ্যের ভেতর থেকে আবেদন করলেও বাড়তি খরচ গুণতে হবে। তিন বছরের ভিসা ফি ৮২৭ ইউরো থেকে বেড়ে ৮৮৫ ইউরো এবং পাঁচ বছরের ভিসা ১,৬৩৬ ইউরো থেকে বেড়ে ১,৭৫১ ইউরো হবে। যুক্তরাজ্যে ব্যবসা করার লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য তৈরি ইনোভেটর ফাউন্ডার ভিসার খরচও ১,৪৮৬ ইউরো থেকে বেড়ে ১,৫৯০ ইউরো হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও খরচ ৪৯০ ইউরো থেকে বেড়ে ৫২৪ ইউরোহবে। স্পন্সর লাইসেন্সের জন্য আবেদনকারী মাঝারি এবং বড় কোম্পানিগুলোর ভিসা ফি ১,৪৭৬ ইউরো থেকে বেড়ে ১,৫৭৯ ইউরো হবে। জাতীয়তার আবেদন জাতীয়তার আবেদন ফিও বৃদ্ধি পাবে। ব্রিটিশ নাগরিক হিসেবে নাগরিকত্বের খরচ ১,৫০০ ইউরো থেকে বেড়ে ১,৬০৫ ইউরো হবে। ব্রিটিশ নাগরিক হিসেবে আবেদনকারী প্রাপ্তবয়স্কদের জাতীয়তা নিবন্ধন ফি ইউরো ১,৩৫১ থেকে বেড়ে ১,৪৪৬ ইউরো হবে। তবে সব ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধি হলেও প্রিমিয়াম পরিষেবা যেমন : সেটেলমেন্টের জন্য প্রায়োরিটি ভিসা পরিষেবা ৫০০ হজপঘ এবং সুপার প্রায়োরিটি ভিসা পরিষেবা ১,০০০ ইউরো অপরিবর্তিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com