কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশের স্ত্রী মৌসুমী পারভীনের (৪২) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ১২ নম্বর যুদিখালী ইউনিয়নের বামনখালি হাইস্কুল মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান একই ইউনিয়নের গোছমারা গ্রামে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজ পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মামা শ্বশুর তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি আব্দুর রশিদ মিয়া, বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ—সভাপতি আখলাকুর রহমান সেলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সহ—সাংগঠনিক শওকত হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, মরহুমার স্বামী কে এম আশরাফুজ্জামান পলাশ, শশুর আফজাল করিম, ফাজলে করিমসহ শতশত নেতাকর্মী ও এলাকাবাসী। উল্লেখ্য, গত ২৫ মাচ সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে এক মেয়ে শ্বশুর—শাশুড়ি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।