কালিগঞ্জ ব্যুরো \ “আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সেকেন্দার নগর চৌমোহনী রংধনু কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। রংধনু ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের আয়োজনে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এ এম আশিক। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাতক্ষীরা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেটি শেখ আব্দুল সাত্তার, রোকেয়া মুনছুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন,ফাউন্ডেশন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, নির্বাহী সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম, যুব বিভাগের আহ্বায়ক নুর আলমসহ শতাধিক আলোর পথিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, যুবক ও স্বেচ্ছাসেবক বিভাগের সদস্যবৃন্দ।