খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ গত ২৬ মার্চ সকালে পথের বাজার পুলিশ চেকপোস্ট হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় সে হল (১)ইউনুছ আলী (২২), পিতা—আনারুল ইসলাম, সাং—কঞ্চিপাড়া, থানা—ফুলছড়ি, জেলা—গাইবান্ধাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।