শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা—নিউজিল্যান্ড—জিম্বাবুয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টেস্ট এবং টি—টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে। দুই দলের বিপক্ষেই দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে দল। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে প্রস্তুত জিম্বাবুয়ে ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, মাঝে ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজ। যা গেল কয়েক বছরের মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিতে যাচ্ছে জিম্বাবুয়ে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়েতে লাল বলের সিরিজ খেলবে প্রোটিয়ারা। ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে খেলবে। টেস্ট ম্যাচগুলো বুলাওয়েতে অনুষ্ঠিত হবে এবং হারারেতে হবে ত্রিদেশীয় সিরিজ। আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু ৬ জুলাই। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে, ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ দুটি শুরু আগামী ৩০ জুলাই ও ৭ অগাস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com