এফএনএস: সাতক্ষীরায় দ্রুতগামী বাসের ধাক্কায় থ্রি—হুইলার মাহেন্দ্রর আরোহী এক ব্যক্তি নিহত এবং অপর দুই জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি শামীনুল হক জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অদূরে বিনের পোতা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম যতীন্দ্রনাথ মুখার্জি (৪০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডা. শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। আহতরা হলেন– নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) এবং সুশান্ত বিশ্বাস (৩২)। থ্রি—হুইলার চালককেও আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে গেছেন স্থানীয়রা। নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি থ্রি হুইলার মাহেন্দ্রতে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথের মধ্যে শহরের অদূরে সাতক্ষীরা—খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পেঁৗছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী দ্রুতগামী একটি পরিবহন তাদের মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি উল্টে রাস্তার ওপর পড়ে গেলে তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন।