এফএনএস: বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ছয় জেলে। গতকাল শনিবার দুপুরের দিকে তারা নিজ দেশে ফিরে আসে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান। তিনি বলেন, ১ মার্চ বিকেলে আনুমানিক ৭০০ গজ মিয়ানমারের ভেতরে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ বাংলাদেশি জেলে আটক করে। পরবর্তীতে ২৫ মার্চ আরও একজনসহ মোট ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আজ দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা হয়। জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।