দেবহাটা অফিস \ হাজারো মানুষের অশ্রম্নসিক্ত নয়নে চির নিদ্রায় শায়িত হলেন পারুলিয়ার কৃতি সন্তান, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ইউনুস আলী। পবিত্র ঈদুল ফিতরের দিনে বিকাল ৩টায় সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর পারুলিয়ায় পৌছালে এলাকায় শোকাহত পরিবেশের সৃষ্টি হয়। জনমানুষ দলে দলে পারুলিয়াস্থ বাসভবনে আসতে থাকে। বিকাল ৫টার দিকে প্রথিতযশা এই আইনজীবীর লাশ গ্রামের বাড়ীতে পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। লাশের সাথে আসেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আলহাজ¦ এমদাদ হোসেন, সহ অপরাপর আইনজীবীরা। রাত ৯টায় নিজ বিদ্যাপিঠ পারুলিয়া সাগরশাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের সহদর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাসার জানাজায় ইমামতি করেন। এর পূর্বে দেবহাটা পুলিশের একটি চৌকশ দল মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজায় আইনজীবী সমিতির সভাপতি সহ আইনজীবীরা, জেলা জামায়াত নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা জামায়াত নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেন। উল্লেখ্য, তিনি শহরে বসবাস করলেও প্রতি শুক্র ও শনিবার পারুলিয়ায় সময় অতিবাহিত করতেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মাবুদ গাজী সহ বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা জানাজায় অংশ নেন।