শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

বক্স অফিসে হোঁচট খেলো সালমানের ‘সিকান্দার’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মুক্তির মাত্র চারদিনের মধ্যেই সালমান খানের ছবির এমন হাল হবে সেটা কে বা ভেবেছিল! ঈদের মতো উৎসবের সময় সিনেমার মুক্তি দিয়েও চতূর্থ দিনেই কি না ১০ কোটির আয়ের গণ্ডি টপকাতে পারল না ভাইজানের ‘সিকান্দার’। মুক্তির পর প্রথম সপ্তাহ চলছে, এই অল্প সময়েই বক্স অফিসে দাপট ফিকে হয়ে গেল সিকান্দারের! চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ছবিটি মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। সাচনিল্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, চতূর্থ দিন শেষে ভাইজানের এই বহুল অপেক্ষিত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়। গত ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে সিকান্দার। ঈদের আবহ থাকা সত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দার ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো। সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সালমান খান অভিনীত সিকান্দার ছবিটি মুক্তির পর প্রথম মঙ্গলবার বক্স অফিসে ২৭ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে। ভারতের বাইরে এই দিন ছবির মোট আয় ছিল ৮ কোটি ১০ লাখ টাকা। ফলে এদিন সিকান্দর ছবিটির ভারতীয় বাজারে মোট আয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০২ কোটি টাকা আর বিশ^জুড়ে আয়ের হিসেব ১৪১ কোটি ১৫ লাখ টাকায়। যদিও ট্রেড সাইটের দাবি, তৃতীয় দিনের আয়ের পর ভারতে সালমানের ছবির মোট আয় ১০২ কোটি নয় বরং ৭৪ কোটি ৫০ লাখ টাকা। আর বিশ^জুড়ে আয়ের পরিমাণ হল ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। সিকান্দর ছবিটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এই ছবিতে সালমান খান ছাড়াও থাকছেন রাশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশী, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com