কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর রংধনু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইসলামের মহিমান্বিত মাস মাহে রমজানের পর ঈদের খুশি, ত্যাগের মহিমায় মানবতার মুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রতির লক্ষ্যে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধলবাড়িয়া ইউনিয়ন শাখা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামীর ধলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী। কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়তে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ। ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন জামাতে ইসলামীর সেক্রেটারি আহমদ শাহ মাসুদ, যুব বিভাগের সভাপতি সূজা উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি আব্দুর রহমান ওসমানী, শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, সমাজসেবক জাহিদুল ইসলাম, হাফেজ খাইরুল বাসার ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কালীগঞ্জ মোহনা শিল্পগোষ্ঠী, টাইফুন শিল্প গোষ্ঠী খুলনার শিল্পিরা মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন।