বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৭৪নং নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ থেকে ২০২৪ সালে জেএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ৩ এপ্রিল দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বর্তমান ও সাবেক সকল শিক্ষক ও সম্মানিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর বিদ্যালয়ে সম্মননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনা ও স্মৃতিচারণ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক সাজেদা বানু তহুরুন্নেছা, মোঃ আনোয়ারুল ইসরাম, মোঃ শাহাবুদ্দিন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষপ্রান্তে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।