বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর আদর্শ সনাতন বিদ্যাপীঠের গীতা শিক্ষানীয় বিষয় আলোচনা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় আদর্শ বিদ্যাপীঠ এর আয়োজনে নূরনগরস্হ বিশিষ্ট ব্যবসায়ী বাবু লাল হালদারের বাড়িতে আদর্শ সনাতন বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গনে অত্র এলাকার সনাতন ধর্মালম্বী সর্বস্তরের মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আদর্শ সনাতন বিদ্যাপীঠের গীতা শিক্ষানীয় বিষয় আলোচনা ও কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যাপীঠের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বাবুলাল হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম অনুরাগী ভরত চন্দ্র মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারক চন্দ্র মন্ডল প্রমূখ। অত্র বিদ্যাপীঠের কোমলমতি, কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাদের শ্রীমদ্ভাবত গীতা শিক্ষা প্রদান করেন পুরোহিত আশীষ মুখার্জি বাপি ঠাকুর। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে আদর্শ সনাতন বিদ্যাপীঠ এর সার্বিক উন্নয়নে একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে অন্নভোগ (প্রসাদ) বিতরণ করা হয়।