সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরন সহ ২ ভাই আটক দেবহাটা জামায়াতের রুকন সম্মেলন পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই ফুলকোর্ট রেফারেন্স সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা চাম্পাফুল ২ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বিড়ালাক্ষীতে আফসানার আত্মহত্যা আটুলিয়ায় হতদরিদ্রদের মাঝে মোটর ভ্যান উপহার প্রদান অনুষ্ঠিত আনুলিয়ায় দুর্গত মানুষের মাঝে ইসলামী ছাত্রশিবিরের ত্রান সামগ্রী উপহার প্রদান আশাশুনিতে জবর দখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা

ব্যাটারের কাছাকাছি উদ্যাপনে পাওয়া শাস্তির ডাবল পেলেন দূরে করে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

এফএনএস স্পোর্টস: আইপিএলের চলতি আসরে মাঠে কিছুটা বিতর্কের জন্ম দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগে¦শ রাঠি। প্রথমে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি উইকেট পাওয়ার পর উদ্যাপনে শাস্তির মুখোমুখি হন তিনি। তার উদ্যাপনের ধরনটি আইপিএল কর্তৃপক্ষের চোখে ভালো লাগে না, এবং এই কারণে তিনি শাস্তির আওতায় পড়েন। তবে সম্প্রতি, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একে অপরের অনুরূপ উদ্যাপন করার কারণে শাস্তি আরও বেড়ে গেছে তার জন্য।
পাঞ্জাব কিংসের বিপক্ষে, দিগে¦শ রাঠি যখন প্রথম উইকেট লাভ করেন, তখন তিনি ব্যাটারের কাছে গিয়ে উদ্যাপন করেন। এমন অপ্রচলিত উদ্যাপন আইপিএল কর্তৃপক্ষের কাছে অগ্রহণযোগ্য মনে হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। প্রথম ঘটনার পর রাঠির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় এবং একটি ডিমেরিট পয়েন্টও তাকে প্রদান করা হয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধিরের উইকেট পাওয়ার পরও একই ধরনের উদ্যাপন করেন দিগে¦শ রাঠি। তবে এবার তিনি দূরে দাঁড়িয়ে উদ্যাপন করেন। কিন্তু, এই পরিবর্তনেও তিনি শাস্তি থেকে রক্ষা পাননি। আইপিএল কর্তৃপক্ষ এই উদ্যাপনটিকেও ভুল হিসেবে ধরে এবং তার বিরুদ্ধে দ্বিগুণ জরিমানা আরোপ করে। এইবার তাকে জরিমানা করা হয় ম্যাচ ফির ২৫ শতাংশ এবং দুইটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতিতে জানিয়েছে, রাঠির উদ্যাপন আচরণবিধির ২.৫ অনুচ্ছেদের দ্বিতীয় ধাপের লঙ্ঘন। এর পরিপ্রেক্ষিতে তাকে দুটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। প্রথম ঘটনায়, পাঞ্জাবের বিপক্ষে তাকে একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল, যা দ্বিতীয় ঘটনায় দ্বিগুণ হয়ে গেছে।
দিগে¦শ রাঠির উদ্যাপন নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মন্তব্যের মাধ্যমে। গাভাস্কার, যিনি প্রথম ঘটনাটি ধারাভাষ্য দিয়ে মন্তব্য করেছিলেন, বলেছেন, “আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগে ছক্কা বা বাউন্ডারি মেরে এর পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেট করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, তখন এমন কিছু করা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়ে আত্মবিশ^াসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com