এফএনএস বিদেশ : ব্রিটেনের লেবার পার্টির দুই এমপিকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে বিমানবন্দরে সাময়িক সময় আটকে রাখার পর ব্রিটেনে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রোববার আল-জাজিরা ও বিবিসি এ তথ্য জানিয়েছে। দুই এমপি জানিয়েছেন, পশ্চিম তীরে ভ্রমণের সময় ইসরায়েলে প্রবেশের অনুমতি না দেওয়ায় তারা ‘বিস্মিত।’ আবতিসাম মোহাম্মদ এবং ইউয়ান ইয়াং জানিয়েছেন, এমপিদের ‘অধিকৃত ফিলিস্তিনি ভ‚খÐের পরিস্থিতি সরাসরি প্রত্যক্ষ করাটা গুরুত্বপূর্ণ ছিল।”ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার’ সম্ভাব্য উদ্দেশ্যে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি কর্তৃপক্ষের সমালোচনা করে এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। গত শনিবার বিকেলে দুই সহকারীর সাথে লন্ডন লুটন বিমানবন্দর থেকে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেন আর্লি ও উডলির এমপি ইয়াং এবং শেফিল্ড সেন্ট্রালের এমপি মোহাম্মদ। ইসরায়েলি অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল চার যাত্রীকেই প্রবেশে বাধা দিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দলটি একটি সংসদীয় প্রতিনিধি দলের অংশ ছিল।