ডুমুরিয়া প্রতিনিধি \ ছোড়কে মৃত্যু নয়, শান্তি চাই, প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে রোড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবংখুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কের চলাচলত পরিবহন, চালক, শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক আশরাফুল আলম,খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান, সুকান্ত সহ সঙ্গীও ফোর্স, ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল, কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ, মোঃ হুসাইন খান, এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, আলিমুজ্জামান, গোপাল, খান মুজাহিদুল ইসলাম সেতু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বা পঙ্গুত্ববরণ করছে। ত্রুটিপূর্ণ সড়ক, অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, সড়কের গুণগত মানোন্নয়ন করতে হবে এবং ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, চালকদের পেশাদার প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানে কঠোরতা নিশ্চিত করতে হবে। পথচারীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। এ ছাড়া ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। গণপরিবহনের মানোন্নয়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন করা যেতে পারে। ‘নিরাপদ সড়ক চাই’ শুধু একটি ¯েøাগান নয়, এটি আমাদের জীবন রক্ষার দাবি। একযোগে সরকার, সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে।