সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

বিড়ালাক্ষীতে আফসানার আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামের আফসানা নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। সে নওয়াবেঁকী ফাজিল ডিগ্রী মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী মোঃ আনিসুর রহমানের কন্যা আফসানা রবিবার সকাল ৯ টায় ঘরের ভিতরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা যায় গত ১১ মাস আগে আব্দুল খালেক এর পুত্র সৌদি প্রবাসী এম ডি মাসুদ রানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু ২ মাস সংসার করার পরেই পারিবারিক সমস্যার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সৌদি প্রবাসী রানা আবার সৌদি আরবে চলে যান। অনেকের ধারণা তাদের মধ্যে মোবাইলে কথাবার্তা চলতো যেটি দুই পরিবার মেনে নিত না। এর জের ধরে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে জানা গেছে। তবে মেয়ের পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ জানায়নি। আত্মহত্যা প্রবণতার কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে। মনোরোগ বিশেষজ্ঞ মোঃ ফারুক হোসেন বলেন, সাধারণত টিনএজারদের মধ্যেই আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যায়। কারণ এই সময়ে তাদের নানা ধরনের শারীরিক-মানসিক-হরমোনাল পরিবর্তন হয়। বয়ঃ সন্ধিকালের পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে সঠিক আচরণ করা অনেকের জন্যই বেশ কঠিন হয়ে পড়ে। তাদের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিষন্নতা দেখা দিতে পারে, তৈরি হতে পারে অস্থিরতা। অনেক সময় তাদের আবেগ, হতাশা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়ে আত্মহত্যার মতো পথও বেছে নেওয়ার চিন্তা করে। এ ধরনের অবস্থা থেকে টিনএজারদের বের করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর প্রতি জোর দেন ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com