লক্ষ্য ছিল ১৩০ রান। মামুলী এই লক্ষ্য তাড়া করতে নেমেই শতক হাঁকালেন তানজিদ হাসান তামিম। এর আগে ৪ উইকেট শিকার করে জয়ের পথ বিছিয়ে দেন শেখ মেহেদী হাসান। দুজনের যুগলবন্দীতে পারটেক্সকে ১০ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে আগে ব্যাট করতে নেমে পারটেক্স গুটিয়ে যায় ১২৯ রানে, ৩৪.৪ ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া। এছাড়া ২৪ রান আসে আহরার আমিন পিয়ানের ব্যাট থেকে। বল হাতে একাই ৪ উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান। ১০ ওভারে ৩৪ রান খরচ করেন, একটি ওভার ছিল মেডেন। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। ১৩০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন তামিম। অপর প্রান্তে অধিনায়ক সাইফ হাসান যথেষ্ট সময় দিয়েছেন তামিমকে। একপর্যায়ে তামিম একাই দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন। জয় নিশ্চিত করার আগে ৫৯ বলে ১০৩ রান করে থাকেন অপরাজিত। ১৭৪.৫৮ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসে চার ছিল ১০টি, ছক্কা ৭টি। সাইফ ৫৩ বলে ২৬ রান করেন। রূপগঞ্জ ১০ উইকেটের জয় পায় ১৮.৩ ওভারে।