দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার প্রধান ব্যক্তিত্ব যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাজী (৭৭) কে তার ব্যবহৃত মোবাইল ফোন নং এ ফোন দিয়ে টাকা চাওয়া হচ্ছে এ বিষয়ে তিনি দেবহাটা থানায় সাধারণ ডাইরি করেছেন, জিডি নং ৭৬, তাং—৩/৪/২৫। দেবহাটার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বাধিক প্রবীন এবং নেতৃত্বদানকারী এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জিডিতে উল্লেখ করেছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৭০৭—৯০৪৫৬৬ নম্বরের মোবাইল সিম থেকে আবার ব্যবহৃত ০১৭১২—৮৮১২৭২ নং এ কল করে বলে, আপনি এবং আপনার বড় ছেলে কুলিয়ার আক্তার আলী মোল্ল্যার মার্ডার কেসের সাথে সম্পৃক্ত আমাদের কিছু টাকা দেন, তা না হলে আপনাদেরকে ঐ মার্ডার কেসে ফাসিয়ে দিব। জিডিতে তিনি আরও উল্লেখ করেন আরও বিভিন্ন প্রকার ভয় ভীতির হুমকি দেয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং চিকিৎসারত যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।