কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দূবৃর্ত্তদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন সাতক্ষীরা—৪ আসনের সাবেক সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহাদাৎ হোসেনের মেঝ ছেলে হাসান জোবায়ের রিঙ্কু। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এবং থানায় মামলা সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল রাত ৯টায় দিকে উপজেলা সদরের (পানি উন্নয়ন বোর্ড) ওয়াপদা অফিস সংলগ্ম ঈদগাহ মোড়ে এলাকায় একাকী বাড়িতে যাওয়ার পথে আওয়ামী সমর্থিত একদল দূবৃর্ত্ত তার গতিরোধ করে রাস্তার উপর ফেলে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। এক পর্যায়ে তাকে ছুরি মারার চেষ্ঠা চালালে ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরদিন আহত হাসান জোবায়ের রিঙ্কু‘র বড় ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, পূর্ব নারায়নপুর গ্রামের মৃত মোহাব্বত বিশ^াসের দুই ছেলে রফিকুল এলাহী বিশ^াস (৬৫) ও শফিকুল এলাহী বিশ^াস (৪৯), এবং রফিকুলের ছেলে ইলিয়াস বিশ^াস (৩৪), একই এলাকার শেখ মিজানুর রহমান মির্জার ছেলে শাহারুখ শাজন (৩৫), পশ্চিম নারায়নপুর গ্রামের রজব গাজীর ছেলে কুদ্দুস আলী (৩৫), আব্দুস সামাদের ছেলে শাহাদাৎ হোসেন (৩৭), কাঁকশিয়ালী গ্রামের ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (২৫), মোমরেজপুর গ্রামের মৃত রমজান আলী ওরফে পুটেবাঁচার ছেলে হাসেম আলী (৫৩), তার ছেলে শাকিল (২৫) এজাহার নামীয়সহ অজ্ঞতনামা ৮/১০জন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে যার নং ৪। ইতিমধ্যে মামলার দু‘জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি এবং বাকীদের আটকের চেষ্ঠা অব্যহত আছে।