শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় যৌথ অভিযানে জুয়াখেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৭ জন গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়ার জনৈক মান্নান শেয়ালীর বাড়ি থেকে জুয়া খেলার সময় হাতে নাতে ৭ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো ১) স্বাধীন শেখ @ কাশেম শেখ (২৬), পিতা—মৃত মান্নান শেখ, সাং—ফুলতলা বাজার, থানা—ফুলতলা, জেলা—খুলনা, ২) আনোয়ার হোসেন @ আনু (৪২), পিতা—মৃত শেখ সামসুর রহমান, সাং—পূর্ব বানিয়া খামার, থানা—খুলনা সদর, ৩) জাকির হোসেন (৪৮), পিতা—মৃত বিসারত বিশ্বাস, সাং—খড়োলিয়া, থানা—কালিয়া, জেলা—নড়াইল, ৪) পলাশ গাজী (৩৫), পিতা—মোঃ ইস্রাইল গাজী, সাং—চন্দনি মহল গাজীপাড়া, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা, ৫) খাঞ্জু মুন্সি (৩৮), পিতা—মৃত রাজা মুন্সি, সাং—নিকসন মার্কেট, থানা—খুলনা সদর, ৬) শেখ আবু তালেব (৩৬), পিতা—মৃত শেখ শের আলী, সাং—বয়রা বাজার, থানা—সোনাডাঙ্গা এবং ৭) শাহ আলম গাজী (৫২) পিতা—মৃত ইসমাইল গাজী, সাং—মহেশ্বরপাশা, থানা—দৌলতপুর খুলনা দেরকে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ৪৯ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৩ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকা জব্দ করে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপল্টন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোঃ আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com