শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনির ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সম্প্রতিকালে ঘটে যাওয়া ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়ে সভা ও সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরাম। সোমবার দুপুরে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরামের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, যুগ্ম সম্পাদক আলিনুর খান বাবলু, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, লিডার্সের এডমিন অসিত কুমার মন্ডল, এ্যাডভোকেসি অফিসার স্বপন ফোলিয়া প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, প্রেসক্লাবের সদস্য শেখ আরাফাত হোসেন প্রমূখ। সভায় বক্তাগন গত ৩১ মার্চ ঘটে যাওয়া আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ ভেঙে ৬/৭ গ্রাম প্লাবিত হলে মানুষ পানিবন্দি হয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পাউবো’র বেড়িবাঁধে আশ্রয় নেয়। নষ্ট হয়েছে কাঁচা ঘরবাড়ি, কৃষি ও মৎস্য ফসল, মাছ ও ফসল পুচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষ ও হাঁস মুরগি সহ গো খাদ্য, সুপেয পানির প্রচন্ড অভাব দেখা দিয়েছে। এখন প্রয়োজন টেকসই বেড়ীবাঁধ নির্মান, উপকূলীয় বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলের সকল স্লুইচ গেট সচল করা, সর্বোপরি বানভাসি মানুষের পুনঃবাসন সহ ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা। বক্তাগণ সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com