কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। যশোর শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকতার্ আশীষ কুমার নন্দী, সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। সভায় আগামি ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের পরীক্ষায় উপজেলার মোট ৩ হাজার ২০৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২,৩৩১ জন, ভোকেশনাল ২২৬ জন এবং দাখিল পরীক্ষার্থী ৬৪২ জন। পরীক্ষার কেন্দ্রসমূহ: উপজেলা সদরের প্রধান কেন্দ্র সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, উপকেন্দ্র: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অন্য কেন্দ্রসমূহ: নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা বালিকা বিদ্যালয় এবং চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়। দাখিল পরীক্ষার কেন্দ্র: নজরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসা। ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র: পাউখালী কারিগরি বিদ্যালয়। সকল কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।