দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার উত্তর ফতেপুর যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগ ১২ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসর হইতে রাত ব্যাপি উপজেলার ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে ফতেপুর শাহাজী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবু মুসা আল আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামাতের আমির মাওঃ রওশন আলী। মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে তাফসীর করেন বাংলাদেশ মজলিসুন মুফাসসিরিন পরিষদের হযরত মাওঃ আশরাফুল ইসলাম বিপ্লবী (নীলফামারী) এছাড়া বিশেষ বক্তা হিসাবে তাফসীর পেশ করেন ইসলামী সংগীত শিল্পী হযরত মাওঃ রুস্তুম আলী তাওহীদি সাতক্ষীরা। মাহফিলে হাজার হাজার মমিন মুসলমান অংশ গ্রহণ করেন।