স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুঁড়িয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকার ট্রাক টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টে্রট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর কর্তৃক অবৈধভাবে গড়ে তোলা দুতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদারমুক্ত করা হয়। এ সময় অবৈধ দখলকারী অন্যান্যদের সতর্ক করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, আজকে আলিপুর ইউনিয়নে সরকারি জমি উদ্ধারকল্পে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় আলিপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ২ দশমিক ২৪ একর, পানি উন্নয়ন বোর্ডের শূন্য দশমিক ৮৪ একর এবং সড়ক ও জনপথের ১ দশমিক ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা, পুলিশের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।