তালা প্রতিনিধি \ তালায় “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস তালা উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গার্লস স্কাউটস ও বয় স্কাউটস সদস্যদের নিয়ে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস তালা উপজেলা শাখার সভাপতি শেখ মো. রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক জাহাঙ্গীর আলম, তালা উপজেলা শাখার সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, শিক্ষক মমতা হেনা মুক্তি, শিক্ষক স্বপন, শিক্ষক অলিয়ার রহমান, শিক্ষক ফরিদ উদ্দীন, শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।