যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে অর্থনীতির উন্নতি ও উন্নয়ন বিশেষ ভাবে লক্ষনীয়। আমাদের দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় উন্নতি অতীতের যে কোন সময় অপেক্ষা গ্রহনীয়। দেশের সড়ক ও মহাসড়কগুলোর উন্নয়ন এবং আধুনিকিকরন আমাদের দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করেছে। বাংলাদেশ বর্তমান সময়ে অর্থনীতিতে এগিয়ে চলা অতি উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জেলা গুলোর মধ্যে সাতক্ষীরা বিশেষ ভাবে উন্নয়নের শিখরে পৌছেছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে সাতক্ষীরা বিশেষ ভাবে অবস্থান সৃষ্টি করেছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের ক্ষেত্রে সাতক্ষীরা দীঘদিন যাবৎ শীর্ষস্থানে অবস্থান করছে। কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থায় কাঙ্খিত গতি সঞ্চার করছে না। জেলার সড়কগুলো কাঙ্খিত উন্নয়নে নেই। শহরের ব্যস্ততম সড়ক প্রতিমুহুর্তে এবং প্রতিনিয়ত যানজটে ভরপুর। সাতক্ষীরা শহর সা¤প্রতিক সময় গুলোতে যানজটেরও শব্দ দুষনের শহরে পরিনত হয়েছে। যে কারনে শহরের বিভিন্ন এলাকাতে জনসাধারনের জীবন যাত্রায় ছন্দপতন ঘটে চলেছে। অপার সম্ভাবনাময়ের জেলা হিসেবে সাতক্ষীরার সুনাম ও সুখ্যাতির শেষ নেই। কিন্তু বাস্তবতা হলো সাতক্ষীরার সড়ক উন্নয়ন এবং সড়ক ব্যবস্থার ব্যবস্থাপনা যুগোপোযোগী হওয়া আবশ্যক। সাতক্ষীরা শহর সহ আশপাশের এলাকা গুলোতে যানবাহনের অতি চাপ ও যানজটের অন্যতম কারন।