শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাথায় ইটের আঘাতে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

এফএনএস: রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় মামার হাতে ইটের আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মো. সুমন কাজি (৪০)। পেশায় তিনি সবজি বিক্রেতা ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় মামার বাসার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মৃতের বড় ভাই আলমগীর কাজী বলেন, ছোট ভাই সুমনের মাথায় একটু সমস্যা। অতিরিক্ত কথা বলে ও মাঝেমধ্যে নেশা করে। সে সকালে মামার বাসায় যায়। মামা মোস্তফার (৬০) সাথে তর্ক—বিতর্কের জেরে বাসার জানালা, আয়না ভেঙ্গে ফেলে ও বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলে। এতে তার মামা মোস্তফা ক্ষিপ্ত হয়ে সুমনের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত সুমন বরিশাল জেলার মুলাদি উপজেলার বুয়াইল্লা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। এক ছেলে, এক মেয়ের জনক ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com