পাকিস্তান সুপার লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন। সেখানে দুজনই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। লিটনকে উত্তরীয় পরিয়ে বরণ করেছে করাচি কিংস। অন্যদিকে রিশাদের সাথে দেখা করে তার খোঁজখবর নিয়েছেন দলের মালিক। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পিএসএলের দশম আসর। এতে করাচি কিংসের হয়ে খেলার কথা লিটনের। যদিও একাদশে প্রথম দিকে সুযোগ পাবেন কি না তা বড় প্রশ্ন। কারণ দলটা তারকায় ঠাসা। তবে একাদশে সুযোগ হোক বা না হোক, লিটন পাকিস্তানে পা রেখেই পেলেন উষ্ণ অভ্যর্থনা। প্রথম দেখায়ই করাচি তাকে দারুণভাবে বরণ করে নিয়েছে। লিটন টিম হোটেলে যেতেই তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ হাস্যজ্জ্বল ছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে করাচি কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। রিশাদও আছেন ফুরফুরে মেজাজে। দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও জিম্বাবুইয়ান তারকা সিকান্দার রাজাকে নিয়ে দলের মালিক রিশাদের রুমে গিয়ে টোকা দেন। রিশাদ বের হয়ে এলে তার সাথে খোশগল্পে মেতে ওঠেন সবাই। সিকান্দার রাজা রিশাদকে বাংলায় বলেন— তুমি কি আমার বন্ধু? সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে খোদ লাহোর কালান্দার্স।