রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা—হাসান আলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসর শুরু হতে বাকি মাত্র একদিন। আগামীকাল শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ সংস্করণের। অন্যদিকে সীমান্তের ওপারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে চলছে বিশে^র সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এবার দুই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচের সূচি সাংঘর্ষিক হবে। যে কারণে দোটানায় পড়বেন দর্শকরা। কোনটা বাদ দিয়ে কোনটা দেখবেন, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন তারা। আইপিএল যেহেতু বড় টুর্নামেন্ট, তাই স্বভাবতই সেটিকে নজর থাকার থাকার কথা দর্শকদের। কগজে—কলমে আইপিএল বড় ও আকর্ষণীয় টুর্নামেন্ট হলেও বরাবরের মতোই সেটি মানতে নারাজ পাকিস্তানিরা। তাদের দাবি, আইপিএলের তুলনায় পিএসএলের জনপ্রিয়তাও কম নয়। তাদেরও অনেক দর্শক আছেন। সর্বশেষ পাকিস্তানিদের সেই দাবির ধারাবাহিকতা ধরে রাখলেন পেসার হাসান আলি। করাচি কিংসের এ পেসার মনে করেন, দর্শকরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে। ‘জিও নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আলি বলেন, ‘দর্শকরা সেই টুর্নামেন্টই দেখে যেখানে ভালো ক্রিকেটের সঙ্গে বিনোদন থাকে। আমরা যদি পিএসএলে ভালো খেলি, দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবেন।’ আইপিএল বিশে^র সব ক্রিকেট বোর্ড এবং ভক্তদের কাছ থেকে অনেক বেশি আকর্ষণ পায়। খেলোয়াড়দের সঙ্গে বিশাল অর্থের চুক্তি, টুর্নামেন্ট থেকে আয়কৃত রাজস্ব, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় এবং তারকা খ্যাতি Ñ সব কিছুতেই পিএসএলকে ছাড়িয়ে যায় আইপিএল। ২০২৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছিলেন, পিএসএল ১৫ কোটি মানুষ দেখেছিলেন।যেখানে সব ধরনের মাধ্যমে আইপিএল দেখেছিল ১৩ কোটি মানুষ। তবে দুঃখজনকভাবে তারপর থেকে আইপিএল অনেকটাই ছাড়িয়ে গেছে পিএসএলকে এবং এখনো সেই ব্যবধান রয়েছে। তবে হাসান আলির দাবি যথার্থ হতে পারে বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে। আইপিএলের চলতি মৌসুমে কোনো বাংলাদেশি তারকা খেলছেন না। অন্যদিকে পিএসএলে তিনজন— লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। যে কারণে খুব স্বাভাবিকভাবেই আইপিএল ছেড়ে পিএসএলে ঝোঁক তৈরি হবে বাংলাদেশি দর্শকদের। উল্লেখ্য, লিটন খেলবেন করাচি কিংসের জার্সি গায়ে, রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com