শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দক্ষিণশ্রীপুর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১১জন ইউপি সদস্যের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধি \ সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বিরুদ্ধে অনিয়ম—দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব আনার পর হয়ে গেলো আনীত অনাস্থার পক্ষে—বিপক্ষে ভোট গ্রহণ। বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ শ্রীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আহম্মদ আলী শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনাস্থা ভোট। ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সহ ১১ জন ইউপি সদস্য সদস্যাদের উপস্থিতিতে এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে—বিপক্ষে’ ১১ জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ১১ জন সদস্যই অনাস্তা প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে কোন ভোট প্রয়োগ না করায় পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল সূচনীয়ভাবে পরাজিত হন।সেই সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ ভোট গ্রহন।১ জন ইউপি সদস্য দীর্ঘদিন অনুপস্থিত থাকায় পরিষদের ১২ জন ভোটারের মধ্যে ১১জন ভোটাধিকার প্রয়োগ করলেও চেয়ারম্যান ভোট গ্রহন শেষে গণনার সময় চলে যান।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগের’ তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন।আর এই অনাস্তা প্রস্তাবের ‘পক্ষে—বিপক্ষে’ ভোট গ্রহনের পূর্বে ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। এ ব্যাপারে নিজের বিরুদ্ধে পরিষদের সদস্যদের আনা সকল অভিযোগ ‘মিথ্যা—বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত’ দাবী করে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের যে নির্দেশনাই আসবে তিনি সেটা মেনে নিবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন, ভোটের ফলাফল সিট’সহ বিষয়টি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে। তিনিই (জেলা প্রশাসক) এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। সমঝোতা বৈঠক ও ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন ও উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com