শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ—ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে: মনোজ কুমার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এফএনএস: রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের চাওয়া অনুযায়ী সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে দুই দেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক রয়েছে। তবে আমি অনুরোধ করতে চাই, আপনারা সহযোগিতা করলে দুই দেশের মাঝে বিরাজমান এই সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে। গতকাল বুধবার দুপুর দেড়টায় হিলি স্থলবন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি—রফতানিকারক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা (ভারত) অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের বেশি ভিসা প্রদান করছি। তবে আমরা চেষ্টা করছি ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করতে। এ ছাড়া এখানে আমাদের স্টাফ জটিলতাসহ কিছু সমস্যা রয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে সেটি কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। এর আগে, গতকাল বুধবার দুপুর ১২টায় তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবি ও বিএসএফের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে ভারতের অভ্যন্তরে যান। সেখানে হিলি কাস্টমসের ভেতরে ভারতীয় কাস্টমস ও সে দেশের ব্যবসায়ীদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পরে সীমান্তের চেকপোস্ট গেটে বিএসএফ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এরপর তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে হিলি স্থলবন্দরে প্রবেশ করলে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দরের সভাকক্ষে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বন্দরের আমদানি—রফতানি কার্যক্রম গতিশীল করতে এক বৈঠক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com