বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

তালায় এসএসসি পরীক্ষায় বহিষ্কার ১ কেন্দ্র সচিবকে অব্যাহতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

তালা প্রতিনিধি \ তালায় এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কার ১, কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১ পর্যন্ত ৩ ঘন্টার এসএসসি, দাখিল, ও এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় তালা উপজেলার ৯টি কেন্দ্রে মোট ২৮৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৭ জন পরীক্ষার্থী। তালার বালিয়াদহ কেএমএসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্র থেকে বয়স লুকিয়ে নিয়মবহির্ভূতভাবে রেজিষ্ট্রেশন করে পরীক্ষায় শেখ হাফিজুর রহমান নামে এক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার রোল নম্বর ৭৮৫৪৮২ রেজিষ্ট্রেশন নম্বর ২১১৩৩০৯১৪৩। ফলে পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ এর ৩২(২০) অনুচ্ছেদ মোতাবেক বালিয়াদহ কেন্দ্রে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডবিধি আইনে পরীক্ষার্থীকে ১০ দিনের কারাদণ্ড এবং রেজিষ্ট্রেশনে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কেন্দ্র সচিবকে অব্যাহতি দেন তালা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান।এছাড়া তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দুইজন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল জানান, চলতি এসএসসি,দাখিল, ভোকেশনাল প্রতিটি পরীক্ষায় অনিয়মের বিরূদ্ধে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com