বিপুল উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ের স্প্রিং—২০২৫ সেমিস্টারের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহমুদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস—প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা আহছানিয়া মিশনের ভাইস—প্রেসিডেন্ট ড. এস এম খলিলুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ ডা. এম এ জলিল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থী ও অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান বিশ^বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ^বিদ্যালয়ের সার্বিক কল্যাণ এবং বর্বর ইসরায়েলি হামলায় নিহত ও আহত ফিলিস্থিনিবাসীর জন্য দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সুলতানা।—প্রেস বিজ্ঞপ্তি